কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
        
                  
      লগইন করুন
২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء - আয়াত নং -৪৭ - মাক্কী
 
          ২৬ : ৪৭ قَالُوۡۤا  اٰمَنَّا  بِرَبِّ  الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۴۷﴾  
          
           
          
          
          
          তারা বলল, ‘আমরা ঈমান আনলাম সকল সৃষ্টির রবের প্রতি’। আল-বায়ান
তারা বলল- ‘আমরা বিশ্বাস স্থাপন করলাম রাব্বুল ‘আলামীনের প্রতি, তাইসিরুল
তারা বললঃ আমরা ঈমান আনলাম জগতসমূহের রবের প্রতি – মুজিবুর রহমান
They said, "We have believed in the Lord of the worlds, Sahih International
৪৭. তারা বলল, আমরা ঈমান আনলাম সৃষ্টিকুলের রব-এর প্রতি—
-
তাফসীরে জাকারিয়া(৪৭) এবং বলল, ‘বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম;
-
তাফসীরে আহসানুল বায়ান