২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء - আয়াতঃ ১০০
২৬ : ১০০ فَمَا لَنَا مِنۡ شَافِعِیۡنَ ﴿۱۰۰﴾ۙ
فما لنا من شافعین ﴿۱۰۰﴾

‘অতএব, আমাদের কোন সুপারিশকারী নেই’। আল-বায়ান

কাজেই আমাদের কোন সুপারিশকারী নেই। তাইসিরুল

পরিণামে আমাদের কোন সুপারিশকারী নেই। মুজিবুর রহমান

So now we have no intercessors Sahih International

১০০. অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।

-

তাফসীরে জাকারিয়া

(১০০) পরিণামে আমাদের কোন সুপারিশকারী নেই।

-

তাফসীরে আহসানুল বায়ান