ইমাম গাযালী (আশআরি) তাঁর বিভিন্ন গ্রন্থে আল্লাহর আরশে থাকার ব্যাপারে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন:
ইহইয়া উলূমিদ্দীন গ্রন্থে বলেন:
"আল্লাহ আরশের উপর অবস্থান করছেন — আরশের সাথে কোনো সংযোগ (মুমাসসা) ব্যতীত এবং তিনি আরশের উপরে…"
ইলজাম আল-'আওয়াম আন ইলমিল কালাম গ্রন্থে বলেন:
"আল্লাহর ঊর্ধ্বতা হলো মর্যাদাগত ঊর্ধ্বতা, স্থানগত ঊর্ধ্বতা নয়।"
আল-ইকতিসাদ ফিল ই'তিকাদ গ্রন্থে বলেন:
"যদি বলা হয় আল্লাহ আরশের উপর অবস্থান করছেন, তাহলে তো এ কথা মানতে হবে — তিনি হয় আরশের চেয়ে বড়, অথবা ছোট।"
— এই বক্তব্যগুলো থেকে বুঝা গেল যে, আশআরিরা একেক সময় একেক রকম ব্যাখ্যা দেন আল্লাহর আরশে থাকার ব্যাপারে, যা তাদের আকীদায় স্থিরতা নেই— এটা সপ্রমাণ করে।
এর মূল কারণ,
১- কুরআন ও সুন্নাহর ভাষ্যের কাছে আত্মসমর্পণ না করা।
২- সালাফে সালেহীনের মানহাজ সম্পর্কে অজ্ঞতা।
৩- নিজেদের বিবেকের যুক্তির প্রতি অতি নির্ভরতা।
৪- দর্শন শাস্ত্রের বিশুদ্ধতা নিয়ে অতি সুধারণা।
৫- আল্লাহর কাছে কায়োমনোবাক্যে হিদায়াত না চাওয়া।
সালাফী মূলনীতি সমূহ
প্রথম মূলনীতি :
শরীয়তভিত্তিক জ্ঞান অর্জন ও দীনের ফিকহ (বুঝ) অন্বেষণে মনোযোগ ও যত্নবান হওয়া।
দ্বিতীয় মূলনীতি :
ইসলামকে বাস্তব জীবনে প্রয়োগে সচেষ্ট থাকা।
তৃতীয় মূলনীতি :
দাওয়াত দেওয়া ‘বসীরাহ’র (জ্ঞান ও প্রজ্ঞা) উপর ভিত্তি করে।
চতুর্থ মূলনীতি :
সালাফদের আকীদাহ ও মানহাজ (পদ্ধতি) সম্পর্কে জ্ঞান অর্জন, তা অনুযায়ী আমল ও শিক্ষা দেওয়া—এসবের প্রতি মনোযোগ দেওয়া।
পঞ্চম মূলনীতি :
নববী সুন্নাহর প্রতি যত্নবান থাকা, তাতে আমল করা এবং তার প্রতি দাওয়াত দেওয়া।
ষষ্ঠ মূলনীতি :
আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহর আলেমদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখা।
সপ্তম মূলনীতি :
সব রকম দলাদলি ও গোপন ইসলামী দলসমূহ—যারা বিপথগামী—তাদের থেকে দূরে থাকা।
অষ্টম মূলনীতি :
আমাদের শাসকদের সঙ্গে সম্পর্কের বিষয়ে কুরআন, সুন্নাহ ও সালাফদের ইজমার ভিত্তিতে যা এসেছে—তা মেনে চলা।
নবম মূলনীতি :
বিদ‘আতপন্থীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা ও তাদের সম্পর্কে সতর্ক করা।
দশম মূলনীতি :
আমাদের সব বিষয় ও অবস্থায় কুরআন ও সুন্নাহ অনুসরণ করা, সালাফে সালিহীনের বুঝ অনুযায়ী।
গ্রন্থ: “أصول الدعوة السلفية” (সালাফী দাওয়াতের মূলনীতি)
লেখক: আব্দুস সালাম বারজাস আল আব্দুল করীম (রহিমাহুল্লাহ) পৃষ্ঠা: ৭৫।