সালাত (নামায) বিষয়ক ভিডিও, সর্বমোটঃ ১৪ টি
৩ ফুট দূরত্ব বজায় রেখে সালাত আদায়ের বিধান কি?

করোনা ভাইরাসের কারনে ইদানীং অধিকাংশ মসজিদগুলিতেই সামাজিক দূরত্বের কথা বলে ৩ ফিট দূরে দূরে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করা হচ্ছে। এখন এই পরিস্থিতিতে এভাবে দূরে দূরে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করা উত্তম নাকি ঘরে অন্যদের নিয়ে সুন্নাহ মোতাবেক আলাদা জামাত করা উত্তম?

ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া

চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি?

ইদানীং আমরা দেখতে পাই যে অনেক মুসল্লি বাসা থেকে সুন্দর ভাবে হেটে মসজিদে এসে সরাসরি চেয়ারে বসছেন বা চেয়ারে বসে বসেই সালাত আদায় করছেন যদিও তিনি দাঁড়াতে সক্ষম। এখন চেয়ারে বসে বা নিচে বসে সালাত আদায়ের হুকুম কি এবং কারা চেয়াতে বসে সালাত আদায় করতে পারবেন এবং কোন ধরনের ব্যাক্তি এটি করলে তার সালাত বাতিল বলে গণ্য হবে জানতে ভিডিওটি দেখুন।

ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া

রাত বারোটার পর এশার সালাত (নামাজ) পড়া যাবে কি?

অনেকেই হয়ত জানতে চান যে এশার সালাতের শেষ ওয়াক্ত কখন বা রাতের কতক্ষন পর্যন্ত এশার সালাত আদায় করা যায়। এই ভিডিওটি থেকে আপনার সেই প্রশ্নের জবাব জেনে নিতে পারেন।

শাইখ আহমাদুল্লাহ

সালাতের (নামাযে) রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে কি করবেন? সন্দেহপ্রবণতার রোগ হলে করণীয়

সালাত আদায়ের মধ্যে অনেকে সময় আমাদের অনেকেরই সন্দেহ হয়ে থাকে যে কত রাকাত আদায় করা হয়েছে বা বাকি আছে ইত্যাদি। এই ধরনের অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে করণীয় কি সেটি জানতে ভিডিওটি দেখুন।

শাইখ আহমাদুল্লাহ

দেখানো হচ্ছেঃ ১১ থেকে ১৪ পর্যন্ত, সর্বমোট ১৪ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2